সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পাশাপাশি নদী বন্দরগুলোকে আজ দুপুর ১টা পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এতথ্য জানান।
এদিকে, মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরেরর বিভিন্ন সড়কে পানি জমেছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব নদী বন্দরকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, “পাঁচদিন ধরে বৃষ্টি হচ্ছে। আমনের বীজতলা এখন পানির নিচে। বৃষ্টি না কমলে বীজ পচে যেতে পারে।”
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”