সারা বাংলা

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় গ্রেপ্তার ২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিবেশ সংকটাপন্ন এলাকা জাফলং থেকে পাথর লুটের ঘটনায় দায়ের হওয়া মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জাফলংয়ের মামার বাজার এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের মন্তাজ মিয়ার ছেলে জাবেদ আহমদ।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, ‘‘গ্রেপ্তার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি মাসের ৭, ৮ ও ৯ তারিখে জাফলং জিরো পয়েন্ট থেকে ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করে একটি চক্র। যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) সদর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘‘জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে লুট হওয়া পাথরের মধ্যে ২৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে। বাকি পাথর উদ্ধারে অভিযান চলছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।’’