কাপ্তাই হ্রদে পানি কমে আসায় শনিবার (২৩ আগস্ট) বিকাল ৫টায় বাঁধের সব জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে। হ্রদে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছায় গত বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়।
কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, উজান থেকে পানির ঢল কমে আসায় এবং ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনসহ সব বিষয় চিন্তা করে বাঁধের জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ১০৮.১৫ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।
তিনি আরো জানান, তবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাই ধীরে ধীরে পানির স্তর আরো নেমে আসবে।
প্রথম দফায় গত ৫ আগস্ট কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় সবকটি জলকপাট গেট খুলে দেয়া হয়। এক সপ্তাহের ব্যবধানে ১২ আগস্ট বন্ধ করে দেয়া হয়।