সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকাডুবিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এরা হলেন, ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা সামছুউদ্দিন( ৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭) ।
রবিবার ( ২৪ আগস্ট ) ৩১ ঘন্টা পর বিকাল ৫টায় ফায়ার সার্ভিসের ডুবরি দল নুসরাত বেগমের লাশ উদ্ধার করে। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে সামসুদ্দিনের মরদেহ হাওরে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, কনে দেখতে গিয়ে শনিবার দুপুরে উপজেলার দারাম হাওরে নৌকা ডুবির ঘটনায় সাত জন পানিতে তলিয়ে যায়। পরে পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়।