দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
যোগাযোগ করা হলে নাহিদুজ্জামান নিশাদ বলেন, ‘‘দল আমাকে বহিষ্কার করেছে। আমার কিছু বলার নেই।’’
এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মঈনুল হাসান সাদিক বলেন, ‘‘এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দল শাস্তি দেবেই। তিনি যেই হোক না কেন। আমি দোষ করলে আমাকেও বহিষ্কার করতে পারে। আমাদের কাছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।’’