সারা বাংলা

সিদ্ধিরগঞ্জে দগ্ধ এক শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় বিস্ফোরণে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত শিশুর নাম ইমন উদ্দিন রাইয়ান, তার বয়স মাত্র এক মাস। এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. হাসান ও মা মোসা. সালমা বেগমসহ একই পরিবারের আটজন দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এর মধ্যে, তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘‘মাগরিবের নামাজের পর জানাজা শেষে শিশুটিকে মিজমিজি কবরস্থানে দাফন করা হয়েছে।’’

এর আগে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জাকির খন্দকারের টিনশেড বাড়িতে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের ৯ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘‘বড় ভাই পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জে ভাড়া বাড়িতে থাকেন। আমি অন্য যায়গায় থাকি। স্থানীয়দের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়ে ফিরলে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’’

এর আগে, ফায়ার সার্ভিস কর্মকর্তারা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে ধারণা করেছিল। পুলিশের ধারণা ছিল, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

আরো পড়ুন: সিদ্ধিরগঞ্জে আগুনে নারী-শিশুসহ দগ্ধ ৯