সারা বাংলা

এখনও মেলেনি বুড়িগঙ্গায় পাওয়া ৪ মরদেহের পরিচয়

ঢাকার কেরাণীগঞ্জের বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে উদ্ধার হওয়া চার মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। তাদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা রয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। 

আরো পড়ুন: বুড়িগঙ্গায় মিলল নারী-শিশুসহ ৪ লাশ 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গ সূত্র জানায়, রবিবার বিকেলে চারটি মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। তাদের বিষয়ে কেউ খোঁজ নিতে আসেননি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরাণীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, “গত শনিবার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। লাশ উদ্ধারের ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক দুইটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। মামলা দুইটি নৌ পুলিশ তদন্ত করবে।”