সারা বাংলা

পৌনে ৫ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জ রায়গঞ্জে নাজমুল ইসলাম (২৬) নামের এক বিকাশ কর্মী পৌনে ৫ লাখ টাকাসহ নিখোঁজ হয়েছেন। তার ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নাজমুলের সহকর্মী।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

রবিবার (২৪ আগস্ট) রাতে রায়গঞ্জ পৌর এলাকার কবরস্থানের পাশের ইউক্যালিপ্টাস বাগানের ভিতর থেকে নিখোঁজ হন তিনি। ওই বাগান থেকে তার মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে।

নাজমুল ইসলাম তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রবিবার উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকানে বিকাশের টাকা লেনদেন শেষে রাতে উপজেলার ভূঁইয়াগাঁতি বাজারের অফিসে ফেরার পথে পৌর এলাকার কবরস্থানের পাশের একটি বাগানের ভিতর থেকে নিখোঁজ হন। তার কাছে নগদ ২ লাখ টাকা এবং মোবাইল অ্যাকাউন্টে ২ লাখ ৭২ হাজার টাকা ছিল। সোমবার সকালে ওই বাগানের ভেতরে একটি মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এ ঘটনায় বিকাশ অফিসের কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মণ্ডল নিলয় বাদী হয়ে থানায় জিডি করেছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ রানা বলেছেন, বিকাশ কর্মী নাজমুলকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল ও হেলমেট ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। নাজমুলকে উদ্ধারের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।