সারা বাংলা

৬ হাজার টাকায় বিক্রি এক ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটায় এক কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে মাছুমের জালে মাছটি ধরা পড়ে। পরে বাজারে নিয়ে এলে রব্বানী ফিস মাছটি নিলামে তোলে। নিলামে সততা ফিস ৬ হাজার ৮০ টাকায় ইলিশটি কিনে নেয়।

রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবেল বলেন, ‘‘এত বড় ইলিশ বাজারে সচরাচর দেখা যায় না। মাছটি নিলামে বিক্রি হওয়ায় আমরা খুশি।’’

সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ বলেন, ‘‘বড় ইলিশ এখন খুবই বিরল। তাই নিলামের মাধ্যমে কিনে ঢাকায় বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে।’’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘‘বড় ইলিশ জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেদের জালেও এখন বড় ইলিশ ধরা পড়ছে।’’