শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী মাইমুনার (১৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাইমুনা ভালুকাকুড়া গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর রহস্য উন্মোচন করা হবে।’’
পারিবারের সদস্যরা জানান, গত শনিবার (২৩ আগস্ট) বিকালে মাইমুন সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তার চাচা আলী হোসেন বাড়ির পাশের পুকুরে কচুরিপানার নিচে মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মাইমুনার চাচা শুক্কুর আলী বলেন, “আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ উদঘাটন হবে বলে আশা করছি।’’