সারা বাংলা

গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, অভিযান

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালিয়েছে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড।

মঙ্গলবার (২৬ আগস্ট) পুলিশ বাদী হয়ে মামলাটি করে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, গতকাল বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জামালপুর এলাকায় হামলাকারীদের ধরতে যৌথ অভিযান চালানো হয়। র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্র জানায়, গত সোমবার (২৫ আগস্ট) বিকেলে জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে গজারিয়া থানা ও নৌ-পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালায়। এসময় নদীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচটি স্পিডবোট ও ট্রলারে করে চাঁদপুর জেলার বেলতলী বাজার লঞ্চঘাটের কাছাকাছি চলে যায় জলদস্যুরা। পরবর্তীতে বেলতলী ঘাট থেকে ৫০-৬০ জন জলদস্যু পুলিশের স্পিডবোট লক্ষ্য করে প্রথমে ককটেল নিক্ষেপ ও পরে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টাগুলি চালায়। এ সময় জলদস্যুরা পালিয়ে যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‍“অভিযানে পুলিশ, র‍্যাব, নৌ-পুলিশ ও কোস্টগার্ড মিলিয়ে মোট দুই শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছিলেন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।”

তিনি আরো বলেন, “ডাকাত দলের গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনায় গতকাল মঙ্গলবার গজারিয়া থানায় ৫০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় পুলিশের তালিকায় ‘চিহ্নিত নৌ ডাকাত’ পিয়াস সরকারকে (৩০) প্রধান ও নয়নকে (৪৫) দ্বিতীয় আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছে আরো ২০-৩০ জন।”