সারা বাংলা

নওগাঁয় হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন 

নওগাঁ সদর উপজেলায় ভজন দেবনাথ সজল নামে এক টমটম চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আসামিদের ছয় মাসের বিনাশ্রম ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

বুধবার  (২৭ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম মামলার রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মুনছুর আলী।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. জুয়েল, সুরুজ মিয়া, রতন মন্ডল, সাইফুল ইসলাম ও আব্দুর রশিদ।

আদালত সূত্রে জানা গেছে, ভজন দেবনাথ সজল ব্যাটারিচালিত টমটম গাড়ির চালক ছিলেন। ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে তিনি তার গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজা করেও তার সন্ধান পাননি। ১৭ নভেম্বর সকালে সদর মডেল থানাধীন গোয়ালী মৌজাস্থ হাঁসাইগাড়ি গোটার বিলের পাকা রাস্তা সংলগ্ন পানিতে কচুরিপানার মধ্যে ভজন দেবনাথ সজলের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের বাবা ভূপেনন্দ্রাথ দেবনাথ বাদী হয়ে নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় দেন।