ইঞ্জিনিয়ারিং খাতে সংস্কারের দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে আইডিইবি কতৃক রংপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিবৃতিকে ‘মিথ্যা ষড়যন্ত্র’ বলে অভিযোগ তোলেন তারা। বুধবার (২৭ আগষ্ট) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মশাল মিছিলটি বের হয়ে বিভাগের প্রবেশদ্বার মর্ডান মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে প্রকৌশল বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইঞ্জিনিয়ারিং খাতে নবম ও দশম গ্রেড কুক্ষিগত করে রেখে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রকৌশল বিএসসি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পাশাপাশি ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলারও তীব্র নিন্দা জানান তারা।
মশাল মিছিল শেষে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান, আহসানুজ্জামান রাফি, আরাফাত হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ঢাকায় প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের আন্দোলনে পুলিশের হামলা ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। যা কোনভাবেই কাম্য নয়। অতি দ্রুত এ ঘটনার আইনগত পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের তিন দফা দাবি বাস্তবায়নের জোর দাবিও তোলেন আন্দোলনকারীরা। অন্যথায় শহীদ আবু সাঈদের ক্যাম্পাস থেকে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।