সারা বাংলা

রামগড়ে মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব বাগানটিলায় নৃশংসভাবে মা–মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত ভাতিজা সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এই তথ্য জানান। সেসময় পুলিশ সুপার ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যবর্তী সময়ে পূর্ব বাগানটিলায় নিজ ঘরে আমেনা খাতুন (৮৮) ও তার মেয়ে রাহেনা আক্তারকে (৪০) ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে তাদের আত্মীয় সাইফুল ইসলাম (৩৫)। পরে ২২ আগস্ট এ ঘটনায় রামগড় থানায় হত্যা মামলা (নম্বর–০৪) দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

মামলার বাদী নিহত রাহেনা আক্তারের ছেলে হাসান (২০) বলেন, “আসামি সাইফুল তাদের ঘরে এসে টাকা চাইলে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। হত্যার পর আলামত নষ্টের চেষ্টা করে আসামি। সে নিহতের ব্যবহৃত মোবাইল চুরি করে চট্টগ্রামের ভূজপুর এলাকায় ৪০০ টাকায় বিক্রি করে।”

ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করেছে। পরে গতকাল বুধবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া গোপাল মুহুরী এলাকা থেকে সাইফুলকে আটক করা হয়। তাকে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে। সেখানে তার রিমান্ডের আবেদন করেছে পুলিশ।