বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তাসফিয়া তাসনিম (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৪৩ জনের।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাসফিয়া তাসনিম বরগুনা পৌর শহরের এভার গ্রিন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সদর উপজেলার ৬ নস্বর বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া (গাবতলা) গ্রামের বাসিন্দা।
স্বজনেরা জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর থেকে প্লাটিলেট কমতে থাকে তাসফিয়ার। প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরগুনা জেলা সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ বলেন, ‘‘চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাসফিয়াকে বাঁচাতে পারেনি।’’