নরসিংদীতে টনসিল অপারেশনের সময় রাহামণি (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত রাহামণি জেলার রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা উত্তরপাড়া এলাকার নিজামুল হক রয়েলের মেয়ে।
নিহত শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় রাহামণির মৃত্যু হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালে বিক্ষোভ করেন।
এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চিকিৎসক তন্ময় করসহ দুজনকে আটক করেছে।
নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদ বলেন, ‘‘শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে চিকিৎসকসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’