সারা বাংলা

হামলার প্রতিবাদে রাজশাহীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে মিছিলটি বের করেন গণঅধিকার, যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি রাজশাহী নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সরকারকে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, রাজশাহী মহানগরের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হাসান জুয়েল, যুগ্ম সদস্য সচিব আরজিত আলী রানা, মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজা, মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি তাহমিদ জ্যাকি।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকার কাকরাই‌লে জাতীয় পা‌র্টির কার্যাল‌য়ের সাম‌নে জাতীয় পা‌র্টির নেতাকর্মী‌দের স‌ঙ্গে গণঅ‌ধিকার প‌রিষ‌দের নেতাকর্মী‌দের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। এতে উভয়প‌ক্ষের ক‌য়েকজন নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন ব‌লে দা‌বি ক‌রে‌ছে দল দু‌টির নেতারা।