রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে তার দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
বগুড়া শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথায় প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা খোরশেদ আলম, এম এস এ মাহমুদ, বগুড়া জেলা কমিটির সভাপতি নুরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু, যুব অধিকারের সাবেক সভাপতি এসকে সুমন হাসানসহ অনেকে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নুরুল হক নুরের কিছু হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।
দিনাজপুর প্রবল বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
লালমনিরহাট শনিবার বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন। মিছিলটি বিডিআর গেট রোড ও জেলা জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে মিশন মোড় চত্বরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. ফাইজুল ইসলাম, অ্যাডভোকেট জাকিউল হাসান রাসেল এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি নাইমুল ইসলাম নাঈম। তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শরীয়তপুর শনিবার বিকেলে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে চৌরঙ্গীর মোড়ের সামনে ঢাকা-শরীয়তপুর সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবরোধ করা হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহেবুল্লাহ প্রধান, যুবশক্তির নেতা জাহিদুল হক বাধনসহ ছাত্র অধিকার পরিষদ ও যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অবরোধ চলাকালে বক্তারা বলেন, ‘‘দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীর ওপর ফের হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’’ আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কাচঁপুর হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। আন্দোলনকারীরা আন্দোলন তুলে নেওয়ার আগে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা না করলে ফের রাজপথ অচল করে দেওয়া হবে বলে ঘোষণা দেন।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি আব্দুর কাদির জিলানি বলেন, ‘‘আন্দোলনকারীদের গিয়ে আমরা বুঝিয়ে বলাতে তারা রাস্তা ছেড়ে আন্দোলন তুলে নিয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।’’
ঝিনাইদহ ঝিনাইদহে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। রাত ৮টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের হয়।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার নেতৃত্বে মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির জেলা শাখার সদস্য নাসির আল সাদী, ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমান, সাবেক সমন্বয়ক রত্না খাতুন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান।
এ সময় এনসিপির ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সমন্বয়ক আরেফিন কায়সার, হামিদ পারভেজ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এনসিপির সদস্য তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘‘রাজনৈতিক দল হিসেবে আমাদের ভিন্নতা থাকতে পারে। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের ব্যাপারে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সকল দল এক ও অভিন্ন। ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বিপ্লবীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হলে আমরা আবারো রাজপথে নামতে বাধ্য হব।’’
এ সময় বক্তারা জাতীয় পার্টি নিষিদ্ধ ও নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।