সারা বাংলা

কাশিমপুর কারাগার থেকে পালানো শাওন নরসিংদীতে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে লুকিয়ে থাকা শাওনকে নরসিংদীর পলাশ উপজেলায় গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৩০ আগস্ট) র‍্যাব-১১ এর সদস্যরা গোপনে তথ্য পেয়ে উপজেলার খালিশকারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

নরসিংদীর র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, আসামি শাওনকে পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে। যেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শাওন পলাশ উপজেলার খালিশকারটেক এলাকার নাহিদ ওরফে নাহিদ ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে। 

গত বছরের ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। তিনি গাজীপুরের কোনাবাড়ী থানায় দায়ের হওয়া জেল পলাতক মামলার ১৯৪ নম্বর এজাহারভুক্ত আসামি।