যশোরের মণিরামপুর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের হবির চিড়া মিলের সামনে তাকে কয়েকজন ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার হত্যার তথ্য জানান। তিনি বলেন, ‘‘খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।’’ তিনি জানান, আশরাফুল ইসলাম স্থানীয় চায়ের দোকানে বসে ছিলেন। অপরিচিত কয়েকজন এসে তাকে ছুরি মেরে পালিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। তার বুকে বেশ কয়েকটি ছুরির আঘাত রয়েছে।
নিহত আশরাফুল ইসলাম মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।
মণিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।