কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-পটুয়াখলী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে পায়রা সেতুর টোল প্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পর্যটকরা। এক ঘণ্টা পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।
কৃষিবিদ ঐক্য পরিষদের দাবিগুলো হলো- ১০ম গ্রেডে উপ-সহকারী কৃষি কর্মকর্তা/ উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা। কৃষি অথবা কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবী ব্যবহার না করা এবং সরকারি প্রজ্ঞাপন জারি করা।
আন্দোলনরত শিক্ষার্থী রেখা তাবাসসুম ও রেজওয়ান হাসান জানান, বিএসসি কৃষিবিদদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এছাড়া আরো কঠোর কর্মসূচি গ্রহণের কথাও জানান তারা।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন ছিল। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি দাওয়া যথাযথ মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।