সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম (উত্তর পাড়া) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়।
মারা যাওয়া হুসনেআরা বেগম (২৫) একই গ্রামের সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী।
এলাকাসাসী জানান, গতকাল শনিবার রাতে হুসনেআরা তার দুই সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আজ সকালে ঘরের দরজা বন্ধ এবং সন্তানদের কান্না শুনে হুসনেআরা বেগমকে ডাকাডাকি করেন শাশুড়ি। সাড়া না পেয়ে পাশের বাড়ির লোকজন ডেকে আনেন তিনি।
তারা ঘরের দরজা খুলে ভেতরে হুসনেআরা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় হুসনেআরা বেগমের দুই সন্তানকে খাদের ওপর বসে থাকতে দেখেন এলাকাবাসী। পুলিশ সকাল ১১টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শাহাব উদ্দিন জানান, ময়নাতদন্ত প্রতিবেদন এবং পরিবারের এজাহার সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।