সারা বাংলা

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে ৩ শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ শহরে একটি নির্মাণাধীন আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে শহরের খালইস্ট মহল্লার সবুজ কাজীর মালিকানাধীন বাড়িতে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- শাহীন ইসলাম (২৮), ফিরোজ (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে নির্মাণাধীন ভবনের স্যুয়ারেজসহ অন্য কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরের এক শ্রমিক সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধারে আরো দুই শ্রমিক ট্যাংকের ভেতরে নামলে তারাও অসুস্থ হয়ে সেখানে আটকা পড়েন। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, “বিকেল ৩ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, তিনজন শ্রমিক সাটারিংয়ের কাজ করতে সেপটিক ট্যাংকে নেমে দুর্ঘটনায় পড়েন। দীর্ঘদিন ট্যাংকের ঢাকনা বন্ধ থাকায় সেখানে কার্বন মনোক্সাইড গ্যাস সৃষ্টি হয়। আমরা ধারনা করছি, শ্রমিকরা যখন ঢাকনা খুলে নিচে নামতে গেছে, তারা সঙ্গে সঙ্গে অক্সিজেন কাট অফ হয়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, “শহরের খালইষ্ট এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ইউডি মামলা হবে।”