অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল আজ রবিবার (৩১ আগস্ট) সপ্তাহের প্রথম কার্যদিবসে আকস্মিক সফরে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়াস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। তার আকস্মিক সফরের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সকাল ১০টার দিকে আসিফ নজরুল মনোহরদী সদরের ডাকবাংলোয় পৌঁছে কিছু সময় বিশ্রাম নেন। পরে সেখান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরবর্তী গোতাশিয়া গ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছান এবং কেন্দ্রটি ঘুরে দেখেন।
উপদেষ্টার আকস্মিক পরিদর্শনে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। সফরকালে তার সঙ্গে ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহহাইমিন আল জিহান জানান, উপদেষ্টা সকালে নরসিংদীতে উপস্থিত হন। তিনি কয়েকটি জায়গা পরিদর্শন করেছেন।