সারা বাংলা

সাবেক জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান কারাগারে

ফরিদপুরে ১ কোটি ৩৫ লাখ টাকার সরকারি খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে ফরিদপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জিয়া হায়দার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফরিদপুর দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান আকন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে এবং দুর্নীতি প্রতিরোধ আইনে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। 

তিনি আরো জানান, এ মামলার অপর আসামি সানোয়ার হোসেন পলাতক রয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ এপ্রিল ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বাদী হয়ে খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলায় প্রধান দুই আসামি হলেন সাবেক জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান এবং বোয়ালমারীর উপ খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেন। তাদের বিরুদ্ধে চাল, ধান ও গম আত্মসাতের অভিযোগ আনা হয়।