ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় মশিউর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বন্দরখোলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত মশিউর রহমান বরিশালের বুড়ির হাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা নামক স্থানের ভাঙ্গাগামী লেনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক। এসময় মোটরসাইকেলটি সড়ক বিভাজককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান। শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ মিয়া বলেন, “মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মশিউর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি।”