সারা বাংলা

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

দিনাজপুরের বিরামপুর (চরকাই) বন বিভাগের পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান বিরামপুর থানার ওসি মমতাজুল হক। 

তিনি জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গ্রেনেডটি দেখতে পান স্থানীয়রা। এসময় কয়েকজন শিশু সেটি নিয়ে খেলা করছিল। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করবে।