সারা বাংলা

সরকারি স্কুলের মাঠ দখলে কাঁটাতারের বেড়া!

গাজীপুরের শ্রীপুরে গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে গভীর রাতে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহতসহ নানা সমস্যা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। 

স্থানীয়দের অভিযোগ- ওই রাতে রড, সিমেন্ট ও বাঁশের খুঁটি পুঁতে কাঁটাতারের বেড়া দেন গোদারচালা গ্রামের আবু বক্করের ছেলে তৌহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম জানান, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে মোবাইল ফোনে মাঠ দখলের খবর পান। পরে রাতেই তিনি বিষয়টি থানায় জানান এবং সকালে সরেজমিনে গিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন।

তিনি বলেন, “মাঠে বেড়া দেওয়ার কারণে বুধবার সকালে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে সমস্যার সৃষ্টি হয়েছে। হঠাৎ এসে জবরদখলকারীরা জমির দাবি তুলে মাঠে বেড়া দিয়েছে। অথচ স্কুলটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত। এর আগে কখনো এমন দাবি শোনা যায়নি।”

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সহকারী কমিশনারকে (ভূমি) সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কোনোভাবেই স্কুল মাঠে বেড়া দেওয়া আইনসম্মত নয়। এটি গুরুতর অপরাধ। দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, এ বিষয়ে জানতে আবু বক্করের ছেলে তৌহিদুল ইসলাম ও শহিদুল ইসলামের মোবাইলে বারবার ফোন করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।