সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, লুপ লাইনের কারণে চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে ওই স্টেশনে বিকল্প লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি লাইনচ্যুত হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি বলেন, “ট্রেনের ‘ড’ বগির একটি চাকা লাইনচ্যুত হয়। সেই বগিটি রেখে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে চলে আসে। তবে এখানে লুপ লাইন থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।”