সারা বাংলা

নেত্রকোনায় নলকূপের পাইপে জ্বলছে আগুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের একটি বাড়িতে নলকূপের পাইপ দিয়ে কয়েকদিন ধরে গ্যাস বের হচ্ছে। সেখানে অগ্নিসংযোগ করা হলে মুহূর্তেই জ্বলে ওঠে। ওই গ্যাস দিয়ে দুই দিন রান্নাও করা হয়েছে। তবে, দুর্ঘটনার আশঙ্কায় এখন আর রান্না করা হচ্ছে না।

সম্প্রতি উত্তর পাড়া গ্রামের কৃষক আবুল কাশেমের বাড়িতে গিয়ে এ চিত্র দেখা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় পাঁচ বছর আগে কাশেম তার বাড়ির পাশে ২৬০ ফুট গভীর একটি নলকূপ বসান। কিছুদিন পর থেকেই নলকূপের পাইপ দিয়ে শোঁ শোঁ শব্দ বের হতে থাকে। এতে বিরক্ত হয়ে সম্প্রতি কাশেম নলকূপটি খুলে ফেলেন। এরপর পাইপ থেকে আরো তীব্র শব্দ বের হচ্ছে।

গত বুধবার দুপুরে কৌতূহলবশত দিয়াশলাই কাঠি দিয়ে অগ্নিসংযোগ করলে জ্বলে ওঠে সেই গ্যাস। এরপর দুই দিন সেই গ্যাস দিয়ে রান্না করা হয়।

কৃষক আবুল কাশেম বলেছেন, “নলকূপ বসানোর পর থেকেই অস্বাভাবিক আওয়াজ হতো। কয়েক দিন আগে আগুন ধরালে দেখি, শিখা জ্বলছে। তখন রান্নাও করেছি। কিন্তু, বড় দুর্ঘটনার ভয়ে আর ব্যবহার করছি না।”

সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক বলেছেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এই গ্যাসে রান্না করাটা ঝুঁকিপূর্ণ। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। 

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেছেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অসতর্কভাবে ব্যবহার করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।”

এ বিষয়ে কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেছেন, “মাটির নিচে পচনশীল কোনো কিছু থেকে এ ধরনের গ্যাস বের হতে পারে। সম্ভবত এটি বায়োগ্যাস। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।”