পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর আমেরিকান প্রবাসী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতির ঘটনায় জড়িত কাওসার, আশীষ ও রিপন নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর।
তিনি বলেন, “ঘটনার দিন গত ১৪ জুলাই ভূক্তভোগী তরিকুল ইসলাম কলাপাড়া থানায় মামলা করার পরপরই অভিযানে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত বুধবার ও বৃহস্পতিবার দুইদিনে ঝিনাইদহ জেলার শ্যামকুড় বর্ডার এলাকা হতে কাওসারকে, ঢাকার টেকনিক্যাল মোড়ের একটি বস্তি এলাকা হতে রিপনকে এবং তাদের তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌরসভা এলাকা থেকে আশিষ গাইনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
গত ১৪ জুলাই গভীর রাতে কালাপাড়ার পশ্চিম বাদুরতলী গ্রামের তরিকুল ইসলামের এক তলা পাকা বাড়িতে ডাকাতি এবং এক প্রবাসী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ সময় পঞ্চাশ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও স্যামসাং গ্যালাক্সি সিরিজের একটি মোবাইল ফোন লুট করে ডাকাতদল।