সারা বাংলা

দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না, সরকারকে ফজলুর রহমান

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘‘সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি, মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না।’’

শনিবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘‘রাজবাড়ীতে একজন মানুষের দেহবাশেষ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ। যারা এ কাজ করেছে তারা মুসলমান না। আমি সমস্ত মানুষকে, ধর্মকামী মুসলমানকে এসবের প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি।’’

তিনি আরো বলেন, ‘‘তৌহিদী জনতা হোক আর যেই হোক আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে। এ দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে বলে দিলাম।’’