সারা বাংলা

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র সুজন শেখ (২২) নিহত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী জানান, দুপুরে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ এর তদন্ত করছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত সুজন শেখ শ্রীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের সিরাজ শেখের ছেলে।

নিহত সুজনের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুজন মোটরসাইকেলযোগে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় বিপরীতদিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে আহত হন। পরে তার মৃত্যু হয়।