সারা বাংলা

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় দুর্ঘটনার শিকার হয় মোটরসাইকেল দুইটি। 

নিহতদের মধ্যে আরিফ (২২) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমালা গ্রামের বক্করের ছেলে এবং স্বাধীন (১৭) পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে। আহত শাওন (২২) মৈশালা পালপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। আহত অপরজনের নাম জানা যায়নি।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুইটি মোটরসাইকেলে চারজন যাচ্ছিলেন। বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। পেছনে থাকা আসা অপর মোটরসাইকেলটিও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে য়ায়। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। অহত দুইজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। 

তিনি জানান, পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল দুইটির দ্রুত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।