বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাদ্রিশিবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (২৮)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ((ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘‘পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে দুজনের দাফন সম্পন্ন হয়েছে।’’
স্থানীয় সূত্র জানায়, পাদ্রিশিবপুর গ্রামের বাসিন্দা আনিস হাওলাদার (৮০) বার্ধক্যজনিত কারণে রবিবার সকালে নিজ বাড়িতে মারা যান। ওই দিন বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত আনিস হাওলাদারের নাতি সরোয়ার দাদার লাশ কবর দেওয়ার পর স্টিলের খাটিয়াটি মামা ফিরোজ শিকদারকে নিয়ে সরাতে যান। এ সময় কবরের ওপর টিউবলাইটের সঙ্গে সংযোগ দেওয়া লিকেজ থাকা বিদ্যুতের তারে স্টিলের খাটিয়া লেগে দুই জন বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।