সারা বাংলা

মানিকগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুরে আরিল ইসলাম মুন (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গালা ইউনিয়নের সোনাকান্দর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিল ইসলাম মুন সোনাকান্দর গ্রামের মো. আলমগীরের মেয়ে। তিনি চলতি বছর ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ জানায়, মুনের বাবা এবং নানার বাড়ি একই এলাকায়। তার মা প্রবাসী এবং বাবা চাকরিসূত্রে ঢাকায় থাকেন। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করেছিলেন মুন। ধারণা করা হচ্ছে, এ কারণে তিনি আত্মহত্যা করেছেন।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ‘‘মুনের নানা আইয়ুব আলী খানের ঘরের আড়ায় তার মরদেহ ঝুলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’