সারা বাংলা

সাংবাদিক আরেফিন তুষার আর নেই

দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরেফিন তুষার (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে, রাত সাড়ে ৯টার দিকে কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো অফিসে অসুস্থ বোধ করেন তিনি। এসময় সহকর্মীরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আরেফিন তুষারকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক আরেফিন তুষারের প্রথম জানাজা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। তার দ্বিতীয় জানাজা জেলার হিজলা উপজেলার আন্দারমানিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

সাংবাদিক আরেফিন তুষারের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।