ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে এবং কংক্রিট দিয়ে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়ে মহাসড়কে ফুটবল খেলায় মেতে ওঠে কিশোররা।
সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া আন্দোলন এখনো চলমান। এই পরিস্থিতির মধ্যেই একটি দৃশ্য সবার দৃষ্টি কেড়েছে।
যখন আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত পরিবেশ, তখনই মহাসড়কের অন্যপ্রান্তে ফুটবল খেলে মেতে ছিলেন সেখানে আসা কিশোররা।
ফুটবল খেলায় অংশ নেওয়া হামিরদী ইউনিয়নের কিশোর আশিক খান (১৫) বলেন, “সকাল থেকে রাস্তা বন্ধ। আমরা তো আর মিছিলে যাইনি। তাই ভাবলাম, এই সুযোগে ফাঁকা রাস্তায় ফুটবল খেলে নেই। এমন ফাঁকা রাস্তা তো আর কখনো পাব না।”
শামীম ফকির (১৬) বলেন, “আমাদের এলাকার বড়রা আন্দোলন করছেন, আমরাও এসেছি। সারা দিন তো আর বসে থাকা যায় না। তাই বন্ধুরা মিলে খেলার জন্য নেমে পড়লাম। এই মাঠ (সড়ক) তো আর সহজে পাব না।"