পটুয়াখালীর কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করে দিয়েছে এলজিইডি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বড় শিকদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এলজিইডি ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের তিনটি অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের লক্ষ্যে দোতলা ভবন নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকায় ভবনটির নির্মাণ কাজ পায় মেসার্স গাজী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে শেষ হয়েছে ভবনের ৭০ শতাংশ নির্মাণ কাজ। তবে, ২০২৩ সালের সেপ্টেম্বরে নির্মাণ কাজ শুরুর পরপরই নিম্নমানের রড ও শিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলে এলাকাবাসী। বৃহস্পতিবার এলাকাবাসীর বিক্ষোভের মুখে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এলজিইডি।
৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহসীন উদ্দিন বলেন, ‘‘প্রায় দুই বছর আগে ঠিকাদার এ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ শুরু করে। প্রথম থেকেই তারা ১০ মিলিমিটার রডের পরিবর্তে ৮ মিলিমিটার রড, সিলেকশন বালুর পরিবর্তে আস্তর বালু ও নিম্নমানের পাথর ব্যবহার করে আসছিল। আমরা শুরু থেকে এর প্রতিবাদ করে আসছি। কিন্তু, তারা কোনো কথার কর্ণপাত না করে ওই একই মালামাল দিয়ে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে। এলাকাবাসী প্রশাসনকে জানালে তারা এসে কাজ বন্ধ করে দেন।’’
কাইয়ুম মিয়া নামের আরেক বাসিন্দা বলেন, ‘‘বারবার বলার পরেও তারা নিম্নমানের ইট, বালু, খোয়া ও সিমেন্ট দিয়েই ঢালাই দিতে চেয়েছিল। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।’’
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গাজী কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী মো. আহসান বলেন, ‘‘কাজে কোনো অনিয়ম হচ্ছে না। স্থানীয় একটি প্রভাবশালী মহল শুরু থেকে নানা ধরনের সুবিধা নেওয়ার জন্য প্রতিবন্ধকতার চেষ্টা করে আসছে।’’
এলজিইডি কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, ‘‘অভিযোগ পাওয়ায় নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। অনিয়মের সত্যতা পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’