সারা বাংলা

রবিবার থেকে আবারো সড়ক অবরোধের হুঁশিয়ারি ভাঙ্গাবাসীর

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা ১২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি সাময়িক প্রত্যাহার করা হয়েছে। 

আন্দোলনের নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) তারা ২৪ ঘণ্টার জন্য সড়ক অবরোধ করবেন। এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাময়িকভাবে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আন্দোলনকারীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। ফলে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ঢাকা-খুলনা রেললাইনেও গাছের গুঁড়ি ফেলেছিল। যে কারণে ঢাকাগামী ‌‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি অন্য রুটে চলতে বাধ্য হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধকারীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিঞা বলেন, “সাপ্তাহিক ছুটি এবং নামাজের কারণে শুক্রবার ও শনিবার (১৩ সেপ্টেম্বর) অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। দাবি পূরণ না হলে আগামী রবিবার ভোর ৬টা থেকে আবারও সড়ক অবরোধ শুরু হবে।”

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান বলেন, বৃহস্পতিবারের অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়রা একাধিকবার মহাসড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার তারা রেলপথ অবরোধ করেন।