বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, “ব্যাপকভাবে কারচুপির মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তার জয় পেয়েছে। ভিসি এবং প্রক্টর জামায়াতীকরণের মাধ্যমে নির্বাচনকে কলুষিত করেছেন। এর মাধ্যমে একটি কলঙ্কিত অধ্যায় রচনা করা হয়েছে।”
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জে জেলা শহরের নরসুন্দা নদী পরিছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মোনায়েম মুন্না বলেন, “৫ আগস্টের পর সারা বাংলাদেশের মানুষ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে ছিলেন। গতকাল বৃহস্পতিবার জাকসু নির্বাচনেও তারা একই কাজ করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনাকেও তারা ছাড়িয়ে গেছেন।”
কিশোরগঞ্জ জেলা শহরের বুক চিরে বয়ে গেছে নরসুন্দা নদী। নাব্য হারানো নদীটি এখন কচুরিপানা ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এর মধ্যে শহরের বড়বাজার-নিউটাউন সড়কের ওপর নির্মিত সেতুর নিচের অবস্থা সবচেয়ে খারাপ। ময়লার ভাগাড়ের কারণে সেতুর নিচে নদীর পানি প্রবাহ বন্ধ রয়েছে দীর্ঘদিন। ময়লার দুর্গন্ধে পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের নাক চেপে সেতুটি পার হতে হয়। এ রকম পরিস্থিতিতে সেতুর নিচ দিয়ে পানি প্রবাহ চলমান রাখতে নরসুন্দা নদী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে যুবদল।
নরসুন্দা নদী পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে আব্দুল মোনায়েম মুন্না বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের বার্তা দিচ্ছেন এবং চাচ্ছেন, দেশের মানুষের জন্য কাজ করতে হবে এবং জনগণের পাশে থেকে তাদের নিয়ে রাজনীতি করতে হবে। তার নির্দেশনা অনুযায়ী মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে নরসুন্দা পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে যুবদল।”
তিনি আরো বলেন, “এক সময়ের খরস্রোতা নরসুন্দা নদী এখন মৃতপ্রায়। পানিপ্রবাহের বিভিন্ন জায়গা এক প্রকার বন্ধ হয়ে গেছে। সেতু সংলগ্ন অংশের পানি প্রবাহ চলমান রাখার জন্য ময়লা-আবর্জনা ও বাঁধা অপসারণের মাধ্যমে এটি উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নদী পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।