সারা বাংলা

কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি নামক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- গোলাম সরোয়ার (৪২) ও তার মেয়ে মুসকান (৩)। এ ঘটনায় আহত হয়েছেন গোলাম সরওয়ারের স্ত্রী-ছেলেসহ ৪ জন। মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাফায়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, গত রাতে গোলাম সরওয়ার পরিবার নিয়ে চট্টগ্রামে বেড়াতে আসার উদ্দেশে প্রাইভেটকাযোগে ঢাকা থেকে রওনা দেন। সকালে মিরসরাই ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের বাম পাশে থাকা বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হন ৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।