ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজিবি জানিয়েছে, মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ, চারজন নারী ও পাঁচ শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনার দিঘলিয়া আমবাড়িয়া গ্রামে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।