সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জের জয়কলস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি এলাকার আব্দুল ওয়াহিদ আলীর ছেলে জুয়েল মিয়া (৩৬) ও সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে সবদর আলী (৩৪)। তারা জেলা প্রশাসক কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত ছিলেন।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়ার পথে জয়কলস এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরাসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়দের সহযোগিতা ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহতাবস্থায় জুয়েল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, সবদর আলীকে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করেন। কিন্তু, পথেই মারা যান তিনি।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিন্ময় সাহা পোদ্দার দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।