গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সালিশ বৈঠকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টম্বর) রাতে শ্রীরামকান্দি ও পাটগাতি সরদার পাড়া গ্রামের লোকজন সংঘর্ষ হয়।
ওসি জাহিদুল ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব বিক্রি নিয়ে শ্রীরামকান্দি ও পাটগাতি সরদার পাড়া গ্রামের ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়টি মীমাংসার জন্য গতকাল রবিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে স্থানীয় লোকজন সালিক বৈঠকে বসেন।
সেখানে শ্রীরামকান্দির লোকজন সালিশের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।