দিনাজপুরের হাকিমপুর উপজেলার গ্রামীণ সড়কে নিম্নমানের সরঞ্জাম দিয়ে সংস্কারের অভিযোগের বিষয়ে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে টিম হাকিমপুর উপজেলার লোহাচড়া ও সরঞ্জাগাড়ি গ্রামের সড়ক পরিদর্শন করেন।
দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশার বলেন, ‘‘উপজেলার লোহাচড়া ও সরঞ্জাগাড়ি গ্রামের সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ পাই। সেই অভিযোগে সড়কটি পরিদর্শনে আসি। সড়কের নমুনা সংগ্রহ করেছি। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি নিম্নমানের সরঞ্জাম দিয়ে সংস্কার করা হচ্ছে। এতে সড়কটি টেকসই হবে না।