রংপুরের পীরগাছায় লোকাল ট্রেন পদ্মরাগের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধা ও বগুড়ার রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা স্টেশনের মাস্টার আবু ইউসুফ আলী।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তাহার থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা পদ্মরাগ দুপুর ১টার দিকে রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। একই সময়ে পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস একই স্টেশনে আসায় পদ্মরাগ ট্রেনটি দুই নাম্বার লাইনে অবস্থান করে। পরে দোলনচাঁপা পীরগাছা ছেড়ে গেলে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করে পদ্মরাগ। ১ নাম্বার লাইনে থেকে দুই নাম্বার লাইনে ক্রসিংয়ের সময় পদ্মরাগ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। তবে, এতে কেউ হতাহত হননি।
দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের কয়েকটি জেলার মধ্যে ট্রেন চলাচল বন্ধ আছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী শিপন আলী বলেছেন, রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকাজ চলছে। শিগগির রেল যোগাযোগ স্বাভাবিক হবে।