সারা বাংলা

থানায় হামলার অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা 

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের সময় ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীকে (নিক্সন চৌধুরী) প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিক্সনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াসহ মোট ২৯ জনের নাম উল্লেখ এবং আরো অনেক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম জানিয়েছেন, হামলার কারণে ভাঙ্গা থানায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মামলার এজাহারে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে নিক্সন চৌধুরী ১ নম্বর এবং খোকন মিয়া ২ নম্বর আসামি।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করে, যেখানে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন (আলগী ও হামিরদী) ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শুরু করেন। উপজেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত হলেও পরে ৯ থেকে ১১ সেপ্টেম্বর এবং ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনের দ্বিতীয় দিন সোমবার আন্দোলনকারীরা ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ কমপ্লেক্স, ভাঙ্গা হাইওয়ে থানা এবং বিভিন্ন সরকারি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেন। 

আন্দোলনকারীরা দাবি করেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। তবে, আলগী ও হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয়দের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রতিবাদে এ সহিংসতা হয়েছে। এরইমধ্যে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিককে আগের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।ফ

রিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, ভাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্সে সহিংসতার বিষয়েও আরেকটি মামলা করার প্রস্তুতি চলছে।