নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মৃত ব্যক্তি একজন পুরুষ। বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। তার গায়ে কালো রঙের টি-শার্ট ছিল। ধারণা করা হচ্ছে, ধনু নদে ভেসে এসে লাশটি বেড়িবাঁধ এলাকায় আটকে যায়।
আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মনে হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।’’
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’