সারা বাংলা

সিলেটে আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ছাতক

এক সপ্তাহর ব্যবধানে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে দেশে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটের দিকে ৩ সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ সজিব হোসেন জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতকে। মৃদু এই ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এর আগে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ১৪ সেপ্টেম্বর আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসাম শহর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত শোণিতপুর জেলার ঢেকীয়াজুলি স্থানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে ভারতসহ ছয় দেশ কেঁপে ওঠে। ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছিল।